ভালোবাসি তোমায় আরিফা

ভালোবাসার গল্প (ফেব্রুয়ারী ২০২০)

মোঃ অনিক দেওয়ান
  • ১০২
পঞ্চাশ কিলোমিটার পাড়ি দিয়ে
এসেছি তোমার সামনে,
সামনে এসে দাঁড়ায় আছি
আছি তোমার সামনে।

চোখে চোখ রেখেছি আমি
পড়েনি চোখের পলক,
দেখেছি দুচোখ ভরে,
পড়েনি আমার চোখের পলক।

তোমার সামনে এসে
তোমার হাতটি ধরেছি,
ধরেছি হাতদুটি,
হাতে হাত রেখে বলেছি
ছেড়ে দিবেনা এই হাতদুটি।

ছেড়ে চলে যেওনা
যেওনা আমায় একলা রেখে,
তোমার সঙ্গে নিয়ে চলো
চলো আমায় বহুদূরে।

হঠাৎ কোথায় তুমি
হারিয়ে গেলে,
একলা রেখে কোথায়
পালালে,
হারিয়ে ফেলেছি তোমায়
আমি খুঁজে পাবোনা তোমায়।

আমি খুঁজি তোমায় সব খানে
চেয়ে থাকি পথ পানে,
আশায় আছি আসবে তুমি
আমার বুকের মাঝখানে।

রাতের আকাশ দীর্ঘ হয়
কান্না আমার থামে না,
অনেক কেঁদেছি তোমার জন্য
আর কাঁদতে পারছিনা,
ফিরে এসো এসো তুমি
এসো আমার বুকের মাঝেখানে।

ভালোবাসি তোমায় আমি
ভালোবাসি মন প্রাণে,
জীবন সঙ্গী করবো তোমায়
তোমায় ভালোবেসে,
ঘর বাঁধবো দুজনে,
পথ চলবো একসাথে।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
রাজদ্বীপ valo laglo
ভালো লাগেনি ১৩ ফেব্রুয়ারী, ২০২০
মোঃ নুরেআলম সিদ্দিকী ভালো লিখেছেন, খারাপ বলবো না। কবিতার আলাদা একটা ভাব থাকে। একটা আকর্ষণ থাকে। আপনাকে সেদিকে খেয়াল রাখতে হবে এবং ভালো ভালো কবিদের বই পড়তে হবে। বেশি বেশি লেখা পড়তে হবে। আর নিজের চেষ্টাও অব্যাহত রাখতে হবে। থামানো যাবে না। যদি এসব সমালোচনাকে মেনে চলতে থাকেন ইনশাআল্লাহ আপনিও একজন চমৎকার লেখক হবেন। অনেক শুভ কামনা ও ভোব রইল।।
ভালো লাগেনি ৫ ফেব্রুয়ারী, ২০২০
সৈনিক তাপস হা হা হা, এটাও কবিতা! এজন্যই লোকে বলে কাউয়ার অভাব হতে পারে কিন্তু কবির অভাব হবে না।
ভালো লাগেনি ৫ ফেব্রুয়ারী, ২০২০
মাইনুল ইসলাম আলিফ দারুণ লাগল। ভোট রইল।আমার কবিতায় আপনাকে আমন্ত্রণ।
ভালো লাগেনি ৩ ফেব্রুয়ারী, ২০২০
ফয়জুল মহী বিমোহিত হলাম কাব্য চয়নে।
ভালো লাগেনি ৩ ফেব্রুয়ারী, ২০২০
শাওন ইসলাম ভোট রইলো
ভালো লাগেনি ২ ফেব্রুয়ারী, ২০২০
শাওন ইসলাম সুন্দর অনুভব
ভালো লাগেনি ২ ফেব্রুয়ারী, ২০২০
মাসুম পান্থ চমৎকার
ভালো লাগেনি ২ ফেব্রুয়ারী, ২০২০
গোলাপ মিয়া অসাধারণ লাগল।ভোট রইল। আমার গল্প কবিতায় আপনাকে আমন্ত্রন।
ভালো লাগেনি ২ ফেব্রুয়ারী, ২০২০

লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা ব্যাখ্যায় লেখকের বক্তব্য

আমার ভালোবাসা মানুষটি যখন আমার লেখা একটি কবিতা দেখবে এটার তার কাছে সব থেকে বড় উপহার

০৭ মার্চ - ২০১৯ গল্প/কবিতা: ১৯ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ছোটবেলা”
কবিতার বিষয় "ছোটবেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ ডিসেম্বর,২০২৪